মার্শেইয়ের মাঠে জিততে পারলো না পিএসজি

মার্শেইয়ের বিপক্ষে পিএসজির হার
মার্শেইয়ের বিপক্ষে পিএসজির হার | ছবি: সংগৃহীত
0

লিগ ওয়ানের ম্যাচে মার্শেইয়ের মাঠে ১-০ গোলে হেরেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। ব্যালন ডি’অরে সেরা ক্লাবের পুরস্কার পাওয়ার রাতেই পয়েন্টস টেবিলের শীর্ষস্থান হারালো পিএসজি।

শিরোপার মিশনে প্রথম ৪ ম্যাচে জয়ের পর মার্শেইয়ের বিপক্ষে ১-০ গোলে হার মেনেছে লিগ চ্যাম্পিয়নরা। 

মার্শেইয়ের মাঠে ম্যাচের ৫ম মিনিটেই গোল হজম করে লুইস এনরিকের শিষ্যরা। হেড থেকে গোল করেন মরোক্কোর ডিফেন্ডার নায়েফ আগার্ড।

আরও পড়ুন:

৫ ম্যাচে প্রথম পরাজয়ে টেবিলের শীর্ষস্থানও হারিয়েছে তারা। শীর্ষে থাকা মোনাকোর চেয়ে গোল ব্যবধানে পিছিয়ে তারা। 

মার্শেইয়ের বিপক্ষে বল দখল ও আক্রমণে বেশ এগিয়ে থাকলেও ফিনিশিং দুর্বলতায় গোল দিতে ব্যর্থ হয় লিগ ওয়ানের চ্যাম্পিয়নরা।

এসএইচ