ইতিহাসে প্রথমবার বিদেশি কোচ নিয়োগ পাঁচবারের বিশ্ব চ‍্যাম্পিয়নদের

কার্লো অ্যানচেলত্তি, নেইমার এবং ভিনিসিয়াস; সাথে সিবিএফের লোগো
কার্লো অ্যানচেলত্তি, নেইমার এবং ভিনিসিয়াস; সাথে সিবিএফের লোগো | ছবি: সংগৃহীত
0

ইতিহাস সৃষ্টি করে প্রথম বিদেশি হিসেবে পাঁচবারের বিশ্ব চ‍্যাম্পিয়ন ব্রাজিলের নতুন কোচ হলেন কার্লো আনচেলত্তি। বেশ কিছু দিন ধরে চলছিল আলোচনা। গতকাল (সোমবার, ১২ মে) চলে এলো ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের আনুষ্ঠানিক ঘোষণা। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে নেইমার-ভিনিসিয়াসদের কোচ হলেন আনচেলত্তি।

ভক্তদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে চলতি মে মাসেই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের কোচ হতে যাচ্ছেন কার্লো আনচেলত্তি। ২৬ মে থেকে আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের দায়িত্ব নিচ্ছেন তিনি।

ইতালিয়ান এই কোচকে জুন মাস থেকেই পুরোদমে নিজেদের জাতীয় দলের ডাগআউটে পাবেন ভিনিসিয়াস-রদ্রিগোরা।

২০২৬ পর্যন্ত ব্রাজিলের কোচ হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন এই ইতালিয়ান কোচ। এই চুক্তির মাধ্যমে ব্রাজিল ফুটবলের সুদীর্ঘ ইতিহাসে প্রথম বিদেশি কোচ হচ্ছেন কার্লো আনচেলত্তি। এর আগে কখনোই কোনো বিদেশি কোচ পূর্ণ মেয়াদে ব্রাজিলের কোচ হননি।

আগামী জুন মাসে বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে ইকুয়েডর এবং প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিলের কোচ হিসেবে যাত্রা শুরু করবেন আনচেলত্তি। তার বর্ণিল ক্যারিয়ারে এটাই প্রথমবার কোনো দেশের জাতীয় দলের দায়িত্ব গ্রহণ।

২০২২ বিশ্বকাপে ব্যর্থতায় তিতে সরে দাঁড়ানোর পর থেকে, আনচেলত্তিকে পেতে জোর চেষ্টা চালায় ব্রাজিল। কিন্তু ক্লাব ফুটবলে দারুণ সফল এই কোচ প্রতিবারই ফিরিয়ে দেন দক্ষিণ আমেরিকার দলটিকে।

গত মার্চে বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের ৪-১ ব্যবধানে হারার পর পুরোনো সেই গুঞ্জন আবার উঠে। ওই হারের পরই দরিভাল জুনিয়রকে বরখাস্ত করে ব্রাজিল। অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের বিপক্ষে দুই ম‍্যাচের হারের পর সান্তিয়াগো বার্নাব্যুতে আনচেলত্তির ভবিষ্যৎ হয় অনিশ্চিত।

অনেক চেষ্টার পর আনচেলত্তিকে পেয়ে ভীষণ খুশি ব্রাজিল। মাদ্রিদের ক্লাবটির ইতিহাসে সবচেয়ে বেশি সাফল্য পাওয়া কোচদের একজন আনচেলত্তি।

তার অধীনে সব মিলিয়ে ১৫টি ট্রফি জিতেছে রিয়াল। ক্লাব পর্যায়ে তার রয়েছে সুবিশাল অর্জন। ফুটবল দুনিয়ার একমাত্র কোচ হিসেবে ইউরোপের শীর্ষ ৫ লিগের সবকটিতেই জিতেছেন শিরোপা। সঙ্গে আছে কোচ হিসেবে ৫ চ্যাম্পিয়ন্স লিগ জেতার অনন্য কীর্তিও।

এসএইচ