এশিয়া ও আফ্রিকার তিন দেশ সফর করবে আর্জেন্টিনা

আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল
আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল | ছবি: সংগৃহীত
0

আগামী অক্টোবর-নভেম্বরে এশিয়া ও আফ্রিকার তিন দেশ সফর করবে আর্জেন্টিনা। দলে থাকবেন লিওনেল মেসিও। খেলবে চারটি ম্যাচ।

আর্জেন্টিনা গণমাধ্যম থেকে জানা যায় অক্টোবরে ফিফা উইন্ডোতে চীন সফরে যাবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।

সেখানে দুটি ম্যাচ খেলবে আলবেসিলাস্তারা। এরপর নভেম্বরে আফ্রিকান দেশ অ্যাঙ্গোলায় স্বাগতিকদের সঙ্গে খেলবে আর্জেন্টিনা।

সেখান থেকে আবার কাতার সফরে গিয়ে এক ম্যাচ খেলবে স্কালোনির দল। যদিও কাতার আর চীনে কাদের সাথে খেলবে বিশ্ব চ্যাম্পিয়নরা সেটা এখনা ঠিক হয়নি।

সূচি অনুযায়ী বিশ্বকাপ বাছাইপর্ব শেষে ২৬ এর বিশ্ব আসরের আগে আর কোনো খেলা নেই আকাশি নীলদের।

তাই আগামী বছর জুনে বিশ্ব আসরের আগে লম্বা সময় আন্তর্জাতিক ম্যাচ না থাকায় এ সফর করবে মেসিরা।

সেজু