৫৮তম মিনিটে ফ্রি-কিক থেকে গোল করে দলকে এগিয়ে নেন ডেক্লান রাইস। ১২ মিনিট পর আবারও প্রতিপক্ষের জালে বল জড়ান এই ইংলিশ মিডফিল্ডার। তার ঠিক পাঁচ মিনিট পর স্কোরশিটে নাম তোলেন মেরিনো।
আর্তেতার দল ৩ গোল করার পর আর ম্যাচে ফিরতে পারেনি রিয়াল মাদ্রিদ। ফলে, সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে ইংলিশ ক্লাবটি। অন্য ম্যাচে বায়ার্ন মিউনিখকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার মিলান।
ম্যাচের ৩৮ মিনিটে গোল করে ইতালিয়ান ক্লাবটিকে এগিয়ে নেন লাউতারো মার্টিনেজ। তবে, ৮৫ মিনিটে সমতা আনেন বদলি হিসেবে নামা থমাস মুলার। যদিও, ৩ মিনিট পর ফ্রাত্তেসির গোলে ইন্টার মিলানের জয় নিশ্চিত হয়ে যায়।