ইংলিশ কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণার দীর্ঘ ৬৮ দিন পর কোচের অধীনে সকালে ক্লোজ ডোর অনুশীলনে জুনিয়রদের সঙ্গে ১৩ জন বিদ্রোহী নারী ফুটবলার। অনুশীলনে ফিরলেও কোচ এবং খেলোয়াড়দের মধ্যে এখনও সম্পর্কের টানাপড়েন যে স্পষ্ট তা অন্তত পরিষ্কার।
আজ (মঙ্গলবার, ৮ এপ্রিল) দুপুরে জিম সেশনের প্রথম ধাপে সৌরভী, রিপাদের গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন কোচ পিটার বাটলার। তবে মাসুরা পারভীন, কৃষ্ণা, সানজিদাসহ ১৩ বিদ্রোহ নারী ফুটবলার জিমে প্রবেশের আগেই বেরিয়ে যান ব্রিটিশ এই কোচ।
পরে দেশি কোচদের নেতৃত্বে জিমে সাইক্লিং, স্ট্রেচিংসহ ঘণ্টা খানেকের সেশন সম্পন্ন করেন বিদ্রোহী শিউলি, জুনিয়র শামসুন্নাহার, মারিয়া মান্ডারা। এ বিষয়ে জানতে চাইলে কৌশলী উত্তর দেন দলের গোলরক্ষক কোচ।
এদিকে দীর্ঘদিন পর কোচ এবং খেলোয়াড়দের দৃশ্যমান দূরত্ব ঘোচায় স্বস্তিতে বাফুফে। দ্রুততম সময়ের মধ্যে ১৮ বিদ্রোহী নারী ফুটবলারের সঙ্গে চুক্তি করতে প্রস্তুত ফেডারেশন।
এদিকে সাবিনা, ঋতুপর্ণাদের পর এবার ভুটান লিগে খেলার জন্য ডাক পেয়েছেন কৃষ্ণা রানী, সানজিদাসহ আরও চার ফুটবলার।