মেসির গোলে ইন্টার মায়ামির ড্র

ফুটবল
এখন মাঠে
0

ইনজুরি কাটিয়ে মাঠে নেমেই গোল করলেন লিওনেল মেসি। আর তার গোলে এমএলএসে টরেন্টো এফসির বিপক্ষে পিছিয়ে পড়েও ১-১ গোলে ড্র করেছে ইন্টার মায়ামি।

ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে ম্যাচের দুটি গোলই হয়েছে প্রথমার্ধের যোগ করা সময়ে। প্রধ্মার্ধের ৪৭ মিনিটে মায়ামির তিন খেলোয়াড়কে বোকা বানিয়ে বল জালে জড়ান টরেন্টোর উইঙ্গার ফেদেরিকো বেনারদেস্কি।

পিছিয়ে পড়ার মাত্র তিন মিনিটের মাথায় গোল শোধ করেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। বক্সের মাথায় বল পেয়ে ডান পায়ে বল থামিয়ে বাঁ পায়ের ভলিতে বল জালে জড়ান তিনি। ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ।

অবশ্য দ্বিতীয়ার্ধে কোন দলই আর গোল দিতে পারেনি। ৬ ম্যাচে ২ ড্র ও ৪ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের দ্বিতীয় স্থানে মায়ামি। একম্যাচ বেশি খেলে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে কলম্বাস ক্রু।

এএইচ