সিটিও খুব একটা আগ্রহ দেখায়নি ডি ব্রুইনাকে রাখতে। নতুন করে দলটাকে পুনর্গঠন করতে চান সিটি কোচ পেপ গার্দিওলা।
গুঞ্জনকে সত্যি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে মৌসুম শেষেই ইতিহাদ ছেড়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন কিংবদন্তি বেলজিয়াম মিডফিল্ডার।
২০১৫ সালে সিটিতে যোগ দেওয়া ৩৩ বছর বয়সী এই মিডফিল্ডার গত ১০ বছরে সিটির হয়ে জিতেছেন ছয়টি প্রিমিয়ার লিগ, একটি চ্যাম্পিয়নস লিগ, দুটি এফএ কাপ ও পাঁচটি লিগ কাপ।
ম্যানচেস্টার সিটির সঙ্গে ব্রুইনার বর্তমান চুক্তি শেষ হবে ২০২৫ সালের ৩০ জুন।