দুই সপ্তাহ পর মাঠে নেমেই মেসির গোল

ফুটবল
এখন মাঠে
0

ফিলাডেলফিয়ার বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে ইন্টার মায়ামি। দুই সপ্তাহ পর মাঠে নেমেই গোল করেছেন লিওনেল মেসি।

ম্যাচের ২৩ মিনিটে রবার্ট টেলরের করা গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় মায়ামি। মেসি মাঠে নামেন ম্যাচের ৫৫ মিনিটে।

নামার দুই মিনিটের মধ্যেই লুইস সুয়ারেজের দারুণ এক পাস থেকে ডানপ্রান্ত দিয়ে ঢুকে ফিলাডেলফিয়ার দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে ডান পায়ের নিখুঁত এক শটে বল পাঠান জালে।

৮০ মিনিটে ফিলাডেলফিয়ার হয়ে দানিয়েল গাজদাগ ব্যবধান কমালেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মায়ামি।

এই জয়ে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্স অঞ্চলে শীর্ষস্থানে ইন্টার মায়ামি। সব প্রতিযোগিতা মিলিয়ে ৮ ম্যাচে অপরাজিত তারা।

আগামী বুধবার কনকাকাফ চ্যাম্পিয়নস লিগে এলএএফসির মুখোমুখি হবে মায়ামি।

ইএ