গতিময় ফুটবলে শুরু থেকে একের পর এক আক্রমণ শাণাতে থাকে রিয়াল মাদ্রিদ। ৩০ মিনিটে আর্দা গুলের ডি-বক্সে ফাউলের শিকার হলে পানেনকা স্পট কিকে দলকে এগিয়ে নেন এমবাপ্পে।
পরের মিনিটেই দূরের পোস্টে ফাঁকায় বল পেয়ে গোল করে সমতা টানেন দিয়েগো গার্সিয়া।
৪১ মিনিটে বার্নাব্যুকে স্তব্ধ করে দিয়ে এগিয়ে যায় তারা। গোল করেন স্প্যানিশ ফরোয়ার্ড দানি রাবা।
৪৭ মিনিটে বেলিংহ্যামের নৈপুণ্যে সমতায় ফেরে রিয়াল। ৭৬তম মিনিটে অসাধারণ এক গোলে দলকে ফের এগিয়ে নেন এমবাপ্পে।
ডি-বক্সের একটু বাইরে থেকে বুলেট গতির ফ্রি-কিকে ঠিকানা খুঁজে নেন তিনি। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে শীর্ষে বার্সেলোনা।