আলাভেসের মাঠে ম্যাচের শুরু থেকেই আধিপত্য ছিল রিয়াল মাদ্রিদের। গোল তুলে নিতেও খুব বেশি বেগ পেতে হয়নি তাদের। ম্যাচের ২৪ মিনিটেই জ্যুড বেলিংহামের অ্যাসিস্টে গোল পেয়ে যান কিলিয়ান এমবাপ্পে। প্রথমার্ধে আর কোনো গোল না হলে ১-০ গোলের লিড ধরে রেখেই টানেলে ফেরে রিয়াল।
আরও পড়ুন:
ম্যাচে ৬৮ মিনিটে এসে গোল শোধ করে আলাভেস। কার্লোস ভিসেন্তের গোলে ম্যাচে আসে সমতা। তবে রিয়ালকে ফের লিড এনে দেন রদ্রিগো। ভিনিসিয়াসের পাস থেকে গোল করেন এই ব্রাজিলিয়ান। চলতি বছর জানুয়ারির পর এই প্রথম লিগ ম্যাচে গোল পেয়েছেন রদ্রিগো। তার সেই গোলেই ২-১ গোলের জয় নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ।





