বৃহস্পতিবার ইংল্যান্ডের বিমান ধরে প্রথমে ম্যানচেস্টারে পৌঁছাবেন হামজা। এরপর যোগ দিবেন নিজ ক্লাব শেফিল্ড ইউনাইটেডে। সবশেষ শেফিল্ডের হয়ে ম্যাচ খেলে ১৭ মার্চ ঢাকায় এসে ২০ শে মার্চ শিলং যাত্রা করেন এই ফুটবলার।
এরপর ২৫ মার্চ ভারতের সাথে ম্যাচ খেলে ২৬ শে মার্চ আবারও ঢাকায় ফেরেন দেশের ফুটবলের নতুন রাজপুত্র। শুক্রবার রাতে শেফিল্ড ইউনাইটেডের হয়ে চ্যাম্পিয়নশিপের ম্যাচে খেলার কথা রয়েছে হামজা দেওয়ান চৌধুরীর।
এদিকে এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের হয়ে ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল থাকলেও ভারতের বিপক্ষে জয় পায়নি দল।
তবে ফিরতি ম্যাচে ১০ই জুন ঘরের মাঠে জয় পেতে আবারও ঢাকায় ফিরবেন হামজা।