ঘরের মাঠ বলে সব সুবিধা ভারতের- কী বলছে বাফুফে?

বাংলাদেশকে অবজ্ঞার অভিযোগ, জয়ের বিকল্প দেখছেন না তপু | এখন
0

ঘরের মাঠ বলে সব সুবিধা পাচ্ছে ভারত আর বাংলাদেশকে করা হচ্ছে অবজ্ঞা, শিলংয়ের তৃতীয় দিনের অনুশীলনে এমন অভিযোগ করেছেন বাংলাদেশ ফুটবল দলের ম্যানেজার আমের খান। অন্যদিকে পরিস্থিতি যাই হোক টিম ইন্ডিয়ার বিপক্ষে জয়ের বিকল্প কিছু দেখছেন না সহ অধিনায়ক তপু বর্মণ।

আজ (রোববার, ২৩ মার্চ) সকাল থেকেই বৃষ্টির কবলে শিলং। একপর্যায়ে শুরু হয় শিলাবৃষ্টি। বৃষ্টি মাথায় নিয়েই মাঠে উপস্থিত হন ফুটবলাররা।

ভারতের মাটিতে খেলতে আসা বাংলাদেশ ফুটবল দল শুরু থেকেই বঞ্চিত হচ্ছে সুযোগ সুবিধা থেকে। এমনকি এখনো সুযোগ হয়নি ম্যাচ ভেন্যুতে অনুশীলন করার। তাই টিম ম্যানেজমেন্টও বিরক্ত ভারতের এমন আচরণে।

বাংলাদেশ ফুটবল দলের ম্যানেজার আমের খান বলেন, ‘আজকেও কিন্তু ভারত মেন পিসে অনুশীলন করেছে। গতকাল রাতে ঠিক করা আমরা আজকে এই মাঠে অনুশীলন করবো। সকাল থেকে যে প্লানিং করি সেটা নষ্ট করা হচ্ছে।’

খেলা ঘাসের মাঠে হলেও হামজা-তপুরা টানা দুইদিন অনুশীলন করেছেন টার্ফে। যদিও এমন অবহেলার পরও ফুটবলাররা জবাবটা দিতে চান মাঠের ফুটবলে। অতীতের পরিসংখ্যান ভুলতে চান তপু- ইব্রাহিমরা।

বাংলাদেশ ফুটবল দলের ডিফেন্ডার তপু বর্মণ বলেন, ‘আমার টার্গেট থাকবে টিমকে বুস্ট করা। এছাড়া আমার সাথে যে তিনজন থাকবে তাদেরকে সাথে নিয়ে আমরা যেন একটা ভালো ফাইট দিতে পারি।’

ইএ