আজ (রোববার, ২৩ মার্চ) সকাল থেকেই বৃষ্টির কবলে শিলং। একপর্যায়ে শুরু হয় শিলাবৃষ্টি। বৃষ্টি মাথায় নিয়েই মাঠে উপস্থিত হন ফুটবলাররা।
ভারতের মাটিতে খেলতে আসা বাংলাদেশ ফুটবল দল শুরু থেকেই বঞ্চিত হচ্ছে সুযোগ সুবিধা থেকে। এমনকি এখনো সুযোগ হয়নি ম্যাচ ভেন্যুতে অনুশীলন করার। তাই টিম ম্যানেজমেন্টও বিরক্ত ভারতের এমন আচরণে।
বাংলাদেশ ফুটবল দলের ম্যানেজার আমের খান বলেন, ‘আজকেও কিন্তু ভারত মেন পিসে অনুশীলন করেছে। গতকাল রাতে ঠিক করা আমরা আজকে এই মাঠে অনুশীলন করবো। সকাল থেকে যে প্লানিং করি সেটা নষ্ট করা হচ্ছে।’
খেলা ঘাসের মাঠে হলেও হামজা-তপুরা টানা দুইদিন অনুশীলন করেছেন টার্ফে। যদিও এমন অবহেলার পরও ফুটবলাররা জবাবটা দিতে চান মাঠের ফুটবলে। অতীতের পরিসংখ্যান ভুলতে চান তপু- ইব্রাহিমরা।
বাংলাদেশ ফুটবল দলের ডিফেন্ডার তপু বর্মণ বলেন, ‘আমার টার্গেট থাকবে টিমকে বুস্ট করা। এছাড়া আমার সাথে যে তিনজন থাকবে তাদেরকে সাথে নিয়ে আমরা যেন একটা ভালো ফাইট দিতে পারি।’