ফিফা বিশ্বকাপ বাছাইয়ে কলম্বিয়ার বিপক্ষে নাটকীয় জয় ব্রাজিলের

ফুটবল
এখন মাঠে
0

ফিফা বিশ্বকাপ বাছাইয়ে কলম্বিয়ার বিপক্ষে নাটকীয় জয় পেল ব্রাজিল। আজ (শুক্রবার, ২১ মার্চ) ঘরের মাঠে ভিনিসিয়ুস জুনিয়রের শেষে মুহূর্তের গোলে ২-১ ব্যবধানে জয় পায় সেলেসাওরা। স্বাগতিকদের হয়ে রাফিনিয়াও গোল করেছেন।

কলম্বিয়ার বিপক্ষে দারুণ শুরু এনেও পয়েন্ট খোয়ানোর শঙ্কা জাগে ব্রাজিল শিবিরে। তবে, ড্র হতে যাওয়া ম্যাচের অন্তিম মুহূর্তে জ্বলে উঠেন ভিনিসিয়ুস জুনিয়র। যোগ করা সময়ে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডের গোলে জয় পায় সেলেসাওরা।

ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণের পসরা সাজায় ব্রাজিল। চার মিনিটে বল নিয়ে কলম্বিয়ার বক্সে ঢুকে পড়েন ভিনিসিয়ুস জুনিয়র। তখনই, ভিনিকে আটকাতে ফাউল করেন কলম্বিয়ান ডিফেন্ডার দানিয়েল মুনোজ। সঙ্গে সঙ্গে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। স্পট কিকে গোল করে দলকে এগিয়ে নেন রাফিনিয়া।

খানিকবাদেই ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিল স্বাগতিকরা। তবে, ফিনিশিং দুর্বলতায় নিশানাভেদ করতে ব্যর্থ হয়। প্রথমার্ধের শুরুটা অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে পারেনি দরিভাল জুনিয়রের দল। ৪১তম মিনিটে সমতা আনে কলম্বিয়া। দলটির হয়ে গোল করেন লিভারপুল তারকা লুইস দিয়াজ।

সমতায় প্রথমার্ধ শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে দু'দলই একাধিক আক্রমণ করে। আক্রমণ পাল্টা আক্রমণ চললেও বল জালে জড়াতে পারছিল না কেউই। যে কারণে ড্রয়ের দিকে এগুচ্ছিল ম্যাচ। যদিও, শেষ মুহূর্তের নাটকীয়তায় পূর্ণ পয়েন্ট পেয়ে যায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

এই জয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলে দুই নাম্বারে উঠে এল ব্রাজিল। ১৩ ম্যাচে তাদের পয়েন্ট এখন ২১। সমান ম্যাচ খেলে ১৯ পয়েন্ট নিয়ে ৬ নাম্বারে কলম্বিয়া। ২৬ মার্চ পরবর্তী ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ আর্জেন্টিনা।

ইএ