জমে উঠেছে ইউরোপের ফুটবল শ্রেষ্ঠত্বের আসর চ্যাম্পিয়ন্স লিগ। ৩১ মে জার্মানির মিউনিখে বসবে ২০২৫ আসরের ফাইনাল। বুধবার রাতেই চূড়ান্ত হয়ে গেলো শেষ আটের লড়াই।
চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ৮ এপ্রিল রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ খেলবে আর্সেনালের বিপক্ষে। অন্য ম্যাচে বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ ইন্টার মিলান।
৯ এপ্রিল অ্যাস্টন ভিলার মুখোমুখি হবে পিএসজি। অপর ম্যাচে গতবারের রানার্সআপ বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে খেলবে বার্সেলোনা।
বুধবার চ্যাম্পিয়ন্স লিগের এক ধ্রুপদী লড়াইয়ে ম্যাচের প্রথম মিনিটেই গোল করে এগিয়ে যায় অ্যাতলেটিকো মাদ্রিদ। দুই লেগ মিলিয়ে ২-২ সমতার পর টাইব্রেকারে ৪-২ গোলের নাটকীয় জয় পায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। ডাবল টাচ হওয়ায় বাতিল হয় আলভারেজের গোল। শেষ পর্যন্ত কপাল পোড়ে ডিয়েগো সিমিওনের শিষ্যদের।
বুন্দেসলিগায় জাভির লেভারকুসেনকে পাত্তাই দেয়নি বায়ার্ন মিউনিখ। দুই লেগ মিলিয়ে ৫-০ গোলে জিতে টানা ষষ্ঠ মৌসুমে কোয়ার্টার-ফাইনালে উঠেছে ছয়বারের শিরোপাজয়ীরা।
নকআউট পর্বের প্রথম ধাপে বেনফিকার বিপক্ষে দুই লেগ মিলিয়ে ৪-১ গোলের এগিয়ে থাকায় শেষ আটে জায়গা করে নেয় পাঁচবারের ইউরোপ চ্যাম্পিয়ন বার্সেলোনা।
দুই লেগ মিলিয়ে ফেইনুর্ডকে ৪-১ গোলে হারায় ইতালিয়ান চ্যাম্পিয়ন ইন্টার মিলান। ১২০ মিনিটের লড়াইয়ে ১-১ সমতার পর টাইব্রেকারে লিভারপুলের বিপক্ষে ৪-১ গোলে জেতে পিএসজি। প্রথম পর্বে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া অলরেডদের বিদায় করে দেয় লুইস এন্রিকের দল।
লিলের বিপক্ষে দুই লেগ মিলিয়ে ৩-২ গোলের জয় পায় ডর্টমুন্ড। ক্লাব ব্রুজের বিপক্ষে দুই লেগ মিলিয়ে অ্যাস্টন ভিলার জয় ৬-১ গোলে। পিএসভি আইন্দহোভেনকে প্রথম লেগে ৭-১ গোলে উড়িয়ে দেয়া আর্সেনাল ফিরতি লেগে ড্র করে ২-২-এ।
আগামী ১৫ ও ১৬ এপ্রিল হবে কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগ।