লা লিগায় বড় জয় পেয়েছে বার্সেলোনা

লা লিগায় বড় জয় পেয়েছে বার্সেলোনা | এখন
0

লা লিগায় বড় জয় পেয়েছে বার্সেলোনা। রিয়াল সোসিয়েদাদকে হারিয়েছে ৪-০ গোলে। এই জয়ে আবারো পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এল কাতালানরা।

ঘরের মাঠ স্তাদিও অলিম্পিকে ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রণ নিয়ে নেয় বার্সেলোনা। যার ফল পায় ২৫ মিনিটে। জেরার্ড মার্টিনের গোলে লিড নেয় বার্সা।

৪ মিনিট পর লিড দ্বিগুণ করেন কাসাদো। ২-০ লিড নিয়ে বিরতিতে যায় কাতালানরা। দ্বিতীয়ার্ধ্বেও আধিপত্য বজায় রাখে দলটি।

চার মিনিটের ব্যবধানে আরাউহো আর লেওয়ানডস্কির গোলে ৪-০ লিড পায় হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। এরপর আর গোল না হলে শেষপর্যন্ত এই স্কোরলাইন ম্যাচ জিতে নেয় বার্সা।

এই জয়ে ২৬ ম্যাচ শেষে ৫৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে এল দলটি। সমান সংখ্যক ম্যাচে অ্যাতলেটিকো মাদ্রিদের সংগ্রহ ৫৬ আর রিয়াল মাদ্রিদের সংগ্রহ ৫৪ পয়েন্ট।

ইএ