ম্যাচের শুরু থেকেই নেইমারকে উত্ত্যক্ত করতে দুয়ো দিচ্ছিলো স্বাগতিক দল ইন্টার ডি লিমেইরার সমর্থকরা। তাতে আরও তেতে উঠেন ব্রাজিলিয়ান তারকা।
ম্যাচের নবম মিনিটে নেইমারের অ্যাসিস্ট থেকে গোল করে সান্তোসকে এগিয়ে দেন সোয়ারেস। ২৭ মিনিটে কর্নার থেকে সরাসরি গোল করেন নেইমার।
৩২ মিনিটে আবারো নেইমারের অ্যাসিস্ট থেকে নিজের দ্বিতীয় গোল করেন সোয়ারেস। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সান্তোস।
শৈশবের ক্লাবে ফেরার পর গেল সপ্তাহে এই টুর্নামেন্টে ১৬ মাস পর জালের দেখা পান নেইমার। পাউলিস্তা চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার-ফাইনালে আগামী ৩ মার্চ ব্রাগানটিনোর বিপক্ষে খেলবে সান্তোস।