ইংলিশ প্রিমিয়ার লিগে আজ মাঠে নামছে লিভারপুল

ফুটবল
এখন মাঠে
0

ইংলিশ প্রিমিয়ার লিগে আজ মাঠে নামছে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা লিভারপুল। আজ (রোববার, ১৬ ফেব্রুয়ারি) রাত ৮ টায় আর্নে স্লটের দলের প্রতিপক্ষ উলভারহ্যাম্পটন।

একই দিনে ম্যাচ রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের। রাত সাড়ে ১০ টায় টটেনহ্যামের মোকাবিলা করবে ম্যান ইউ।

ইপিএল ছাড়াও লা-লিগায় আছে চারটি ম্যাচ। পৃথক ম্যাচে অ্যাথলেটিক বিলবাও, সেভিয়া, লাস পালমাস ও রিয়াল বেতিস মাঠে নামবে।

তাছাড়া বুন্দেসলিগায় রয়েছে দুটি ম্যাচ। আলাদা ম্যাচে খেলবে হফেনহাইম আর ফ্রাঙ্কফুর্ট।

ইএ

BREAKING
NEWS
3