একই দিনে ম্যাচ রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের। রাত সাড়ে ১০ টায় টটেনহ্যামের মোকাবিলা করবে ম্যান ইউ।
ইপিএল ছাড়াও লা-লিগায় আছে চারটি ম্যাচ। পৃথক ম্যাচে অ্যাথলেটিক বিলবাও, সেভিয়া, লাস পালমাস ও রিয়াল বেতিস মাঠে নামবে।
তাছাড়া বুন্দেসলিগায় রয়েছে দুটি ম্যাচ। আলাদা ম্যাচে খেলবে হফেনহাইম আর ফ্রাঙ্কফুর্ট।