এফএ কাপ থেকে লিভারপুলের বিদায়

.
ফুটবল
এখন মাঠে
0

প্লিমাউথের কাছে হেরে এফএ কাপ থেকে বিদায় নিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের টেবিল টপার লিভারপুল। ইংল্যান্ডের দ্বিতীয় বিভাগের ক্লাবটির কাছে আর্নে স্লটের দল হেরেছে ১-০ গোলে।

ম্যাচের প্রথমার্ধে গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের ভুলে পেনাল্টি পায় প্লিমাউথ। ৫৩ মিনিটে সেই সুযোগ কাজে লাগায় দলটির স্কটিশ ফরোয়ার্ড হার্ডি।

পরে একাধিক আক্রমণ সাজিয়েও ম্যাচে ফিরতে পারেনি লিভারপুল। এফএ কাপের চতুর্থ রাউন্ডে লিভারপুল ছাড়াও হেরেছে টটেনহ্যাম। অ্যাস্টন ভিলার বিপক্ষে তাদের হার ২-১ গোলে।

ইএ