নারী ফুটবলে অচলাবস্থা কাটছেই না, বিব্রত নয় বাফুফে

ফুটবল
এখন মাঠে
0

দশ দিন পেরিয়ে গেলেও নারী ফুটবলের সংকট সমাধান করতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এ প্রসঙ্গে সহ-সভাপতি সাব্বির আহম্মেদ আরেফকে প্রশ্ন করলে, তিনি বল ঠেলে দেন সভাপতির কোর্টে। এদিকে, তাবিথ আউয়ালের লন্ডন যাত্রার কারণে ১৬ ফেব্রুয়ারি বাফুফে কার্যনির্বাহী সভা অনিশ্চিত।

বেশ কয়েকদিন ধরে দেশের ক্রীড়াঙ্গনে অন্যতম আলোচিত বিষয় নারী ফুটবল দলে সংকট। সাবিনারা কোচের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণার পর দশ দিন পেরুলেও এখনো কাটেনি মেঘ। বাফুফে গঠিত বিশেষ কমিটি এ সংক্রান্ত প্রতিবেদন জমা দিয়েছে তিন দিন আগে। তারপরও সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত নিতে পারেনি ফেডারেশন।

রোববার বাফুফে ভবনে অডিট সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে এসেছিলেন কয়েকজন কর্তা। তখন নারী ফুটবল প্রসঙ্গে প্রশ্ন করলে নিজের আশাবাদ ব্যক্ত করেন ফেডারেশনের এই সহ-সভাপতি।

বাফুফের সহ-সভাপতি সাব্বির আহমেদ আরেফ বলেন, ‘প্রেসিডেন্ট খুব পজেটিভ। তিনি সব কিছু ঠিক করছেন। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হবে।’

তিনি বলেন, ‘এখানে বিব্রত হওয়ার কিছু নেই। ভুল হতেই পারে। চলতে ফিরতে আমাদের জীবনে বিভিন্ন ভুল বোঝাবুঝি হয়ে থাকে। সেগুলোর সমাধানও তো আছে।’

নারী ফুটবলে এমন অচলাবস্থায় চুক্তি নিয়ে কোনো আপডেট আছে কিনা? জানতে চাওয়া হয় বাফুফের এই কর্তার কাছে।

তিনি বলেন, ‘সমস্যার সমাধান হলে পরে চুক্তির বিষয়। সব কিছু নিয়েই কথা চলছে।’

গেল মাসে বাফুফে সভাপতি লন্ডনে থাকায় চট্টগ্রামে পূর্বনির্ধারিত কার্যনির্বাহী সভা হয়নি। ১৬ ফেব্রুয়ারি যশোরে পরবর্তী সভা হওয়ার কথা ছিল। তবে, নির্ধারিত সময়ে তা হচ্ছে না।

এ বিষয়ে সহ-সভাপতি বলেন, ‘প্রেসিডেন্ট থাকছেন না। উনি আসলে এরপর আমরা মিটিং করবো।’ এসময় বাফুফে সভাপতি লন্ডন যাবেন বলেও জানান তিনি।

তাবিথ আউয়াল সভাপতি হওয়ার পর তিন মাসে মাত্র দুইবার বাফুফের কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে।

এএইচ