অলিম্পিয়াকে ৫-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি

ফুটবল
এখন মাঠে
0

প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে অলিম্পিয়াকে ৫-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। হনডুরাসের ক্লাব অলিম্পিয়ার বিপক্ষে ২৭ মিনিটে সুয়ারেজের পাস থেকে ম্যাচের প্রথম গোল করেন মেসি।

৪৪ মিনিটে মেসির অ্যাসিস্টে গোল করেন ফেডে রেডোনডো। যোগ করা সময়ে মেসির অ্যাসিস্টে নোয়া অ্যালেন গোল করলে ৩-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় দুই দল।

ম্যাচের ৫৪ মিনিতে গোল করেন লুইস সুয়ারেজ। ম্যাচের ৭৯ মিনিটে আফোনসোর পাস থেকে ৫ম গোলটি করেন রায়ান সেইলর।

এই ম্যাচ দিয়ে যুক্তরাষ্ট্রের বাইরে প্রস্তুতি শেষ করলো মায়ামি। ২২ ফেব্রুয়ারি মেজর লিগ সকারে নিজেদের প্রথম ম্যাচের আগে আরও কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলবে মেসিরা।

ইএ