নতুন নিয়মে চ্যাম্পিয়ন্স লিগ। ছিল নানান তর্ক-বিতর্ক। ভিন্ন ধারায় প্রতিটি দলকে খেলতে হচ্ছে ৮টি করে ম্যাচ। যদিও একেবারে শেষ সময়ে জমে উঠেছে সমীকরণ।
নিয়মের মারপ্যাঁচে পড়ে বিদায় হতে পারে ম্যানচেস্টার সিটি কিংবা পিএসজির মতো দলের। রিয়াল মাদ্রিদের মতো হট ফেবারিট দলের ভাগ্যটাও নির্ভর করছে অন্যদের ওপর।
সরাসরি শেষ ষোলো নিশ্চিত হয়েছে মাত্র দুটি দলের। লিভারপুল এবং বার্সেলোনা এই দুই দল নিশ্চিত করেছে নিজেদের জায়গা। রাতের ম্যাচে কিছুটা নির্ভার হয়েই মাঠে নামবে তারা।
তবে সবচেয়ে জটিল সমীকরণ ম্যানচেস্টার সিটির সামনে। সাত ম্যাচ শেষে ৮ পয়েন্ট নিয়ে ২৫ নম্বরে সিটি। সেরা ২৪-এ থেকে প্লে-অফ খেলতে ব্রুগার বিপক্ষে জয় ছাড়া অন্য কোনো উপায় নেই পেপ গার্দিওলার শিষ্যদের। অন্যদিকে প্লে-অফ নিশ্চিত করতে ড্র করলেই চলবে বেলজিয়াম ক্লাব ব্রুগের।
পিএসজি ২২ নম্বরে ও স্টুটগার্ট আছে ২৪ নম্বরে। যারা জিতবে, তারা উঠে যাবে প্লে-অফে। তবে ম্যান সিটি ও দিনামো জাগরেব পয়েন্ট হারালে এ ম্যাচ হেরেও পরের রাউন্ডে যেতে পারে দুই দল। আবার লিভারপুলের বিপক্ষে ড্র করলেই পরের পর্বে যাবে ডাচ ক্লাব পিএসভি আইন্দহভেন।
আটালান্টা এবং লিসবন নিজেদের ম্যাচে জিতলে নিশ্চিত করবে শেষ ১৬। যদিও ড্র করাটাই তাদের জন্য যথেষ্ট। অন্যদিকে জয় দিয়েই সরাসরি শেষ ১৬ নিশ্চিত করতে চাইবে বায়ার্ন মিউনিখ।
ইন্টার মিলান এবং মোনাকোর সমীকরণও খুব একটা কঠিন নয়। বায়ার্নের মতোই পরিস্থিতি আরও দুই জার্মান ক্লাব বায়ার লেভারকুসেন ও বুরুশিয়া ডর্টমুন্ডের। এসি মিলান প্লে-অফ নিশ্চিত করলেও টুর্নামেন্টে টিকে থাকতে প্রতিপক্ষ দিনামো জাগরেবকে পেতেই হবে জয়।
হট ফেবারিট রিয়াল মুখোমুখি হবে ফ্রেঞ্চ ক্লাব ব্রেস্টের। দুই দলেরই প্লে-অফ নিশ্চিত। ১৩ পয়েন্ট নিয়ে ব্রেস্ট আছে ১৩ নম্বরে। ১২ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে রিয়াল। যেই জিতুক সরাসরি শেষ ষোলোতে যাওয়াটা নির্ভর করবে অন্য ম্যাচের ফলের ওপর।