ফুটবল
এখন মাঠে
0

বিপিএল জিততে ইউরোপীয়ান খেলোয়াড় আনবে মোহামেডান!

বিপিএলে শিরোপা জিততে মধ্যবর্তী দলবদলে স্প্যানিশ ফুটবলার আনার পরিকল্পনা মোহামেডানের। পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রাখতে দ্বিতীয় লেগের আগে ফুটবলারদের ক্যাম্পে রাখতে চায় মতিঝিলের ক্লাবটি। এদিকে, লাইসেন্সিংয়ের জন্য এএফসিতে আবেদন করেছে ঐতিহ্যবাহী মোহামেডান।

বিপিএল ফুটবলের প্রথম লেগ শেষে পয়েন্ট টেবিলের চূড়ায় মোহামেডান। ৯ ম্যাচ খেলে মাত্র একটিতে হার দেখেছে মতিঝিল পাড়ার ক্লাবটি। তারপরও ফুটবলারদের পারফরম্যান্স মনে ধরেনি দলটির ম্যানেজারের।

মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকীব বলেন, ‘আমরা যে ৯টা ম্যাচ খেলেছি অনেক সময় আমাদের লাক ফেভার করেছে। আমার কাছে মনে হয় না আহামরি কোনো ফুটবল খেলেছি। কিন্তু আমরা ভালো পজিশনে আছি।’

আর্থিক সংকটে রয়েছে ঢাকাই ফুটবলের ঐতিহ্যবাহী ক্লাবটি। তারপরও লিগের সিংহভাগ ম্যাচে ইতিবাচক ফল আসায় দ্বিতীয় লিগ নিয়ে বেশ সিরিয়াস ক্লাব কর্তৃপক্ষ। তাদের পরিকল্পনা মধ্যবর্তী দলবদলে ইউরোপিয়ান ফুটবলার অন্তর্ভুক্ত করা।

ম্যানেজার নকীব বলেন, ‘সময় খুবই অল্প। এর মধ্যে একজন ভালো খেলোয়াড় আনা কঠিন। পরীক্ষা-নিরীক্ষার বিষয়ও রয়েছে। বাংলাদেশে খেলে গেছে এ ধরনের প্লেয়ার আমরা খুঁজছি।’

বিপিএলে দাপট দেখালেও ফেডারেশন কাপে মুদ্রার উল্টো পিঠ দেখেছে আলফাজের দল। এবারের আসরে সাদা-কালোদের টিকে থাকার সুযোগ নেই বললেই চলে।

যে কারণে ফেড কাপ নিয়ে আপাতত ভাবছে না মোহামেডান। এ মুহূর্তে তাদের চিন্তায় শুধুই প্রিমিয়ার লিগ। বিপিএলে টাইটেল জিতলে এএফসির লিগে খেলার সুযোগ থাকবে পুরনো এই ক্লাবটির।

দলটির ম্যানেজার বলেন, ‘আমাদের যে টিম ছিল আমরা চিন্তা করেছিলাম গত বছরের মত অবস্থায় যেন পড়তে না হয়। এ বছর আমরা আবেদন করেছি। যেসব ক্রাইটেরিয়া আছে সেগুলো পূরণ করছি। আমরা যদি চ্যাম্পিয়ন হই এএফসি কাপও খেলবো।’

দেশের ক্লাব ফুটবলে বড় নাম হলেও বিপিএলে কখনো শিরোপা জেতা হয়নি মোহামেডানের। এবার ট্রফি জিতলে স্বাভাবিকভাবেই রচিত হবে ইতিহাস। যদিও চ্যাম্পিয়ন হতে লম্বা পথ পাড়ি দিতে হবে ক্লাবটির ফুটবলারদের।

এএইচ