সাফ চ্যাম্পিয়ন হওয়ার চার মাসের মাথায় আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ নারী ফুটবল দল। মধ্যপ্রাচ্যের দল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ফেব্রুয়ারি-মার্চে প্রীতি ম্যাচ খেলবে বাংলার বাঘিনীরা।
প্রীতি ম্যাচের সূচি পূর্বনির্ধারিত হলেও বাকি ছিল আমিরাতের আনুষ্ঠানিক নিশ্চয়তার। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সেই নিশ্চয়তা পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
আগামী ২৪ ফেব্রুয়ারি আমিরাতের উদ্দেশে দেশ ছাড়বেন সাবিনা-ঋতুপর্ণারা। ২৬ ফেব্রুয়ারি ও ২ মার্চ দু'টি ম্যাচ খেলবে তারা।
আসন্ন এই ম্যাচ ঘিরে গেল ১৫ জানুয়ারি থেকে প্রস্তুতি ক্যাম্প শুরু করেছে নারী দল। দুই বছরের জন্য নিয়োগ পাওয়া ইংলিশ কোচ পিটার বাটলার ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে দেশে ফিরে যোগ দেবেন অনুশীলন ক্যাম্পে।