ফুটবল
এখন মাঠে
0

ইউসিএলে রিয়াল-আর্সেনালের বড় জয়, হেরেছে ম্যানসিটি

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ ও আর্সেনালের জয়ের রাতে হেরে গেছে ম্যানচেস্টার সিটি।

সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথমার্ধের ২৩ মিনিট পর্যন্ত নিষ্প্রভ ছিল রিয়াল মাদ্রিদ। তবে রদ্রিগোর গোল দিয়ে শুরু শেষ পর্যন্ত একে একে সালজবুর্গের জালে বল পাঠিয়েছে ৫ বার। জোড়া গোল পেয়েছেন ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগো, একটি গোল এসেছে কিলিয়ান এমবাপ্পের পায়ে।

শেষ মুহূর্তে গোল হজম করলেও সেটি ৫-১ গোলের বড় ব্যবধানেই জিতেছে লস ব্ল্যাঙ্কোরা। গোলের এই জয় দলটাকে গোল ব্যবধানের দিক থেকেও নিশ্চিতভাবে স্বস্তি দেবে। অন্য ম্যাচে ফ্রান্সে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ঘুরে দাঁড়ানোর দারুণ গল্প লিখেছে প্যারিস সেইন্ট জার্মেইন।

দুই গোলে পিছিয়ে পরেও ৪-২ গোলে হারিয়েছে সিটিজেনদের। ইউসিএলে জয়ের ধারা বজায় রেখে ৩-০ গোলে ডিনামো জাগরেবকে হারিয়েছে আর্সেনাল। এই জয়ে পয়েন্ট তালিকার তিনে উঠেছে গানাররা।

এএম