পয়েন্ট টেবিলে শীর্ষ আটে থেকে নিজেদের সরাসরি চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় যাওয়ার সম্ভাবনা খুব একটা নেই মাদ্রিদের। নতুন আঙ্গিকের এবারের আসরের শুরুটা জয় দিয়েই করে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
তবে পরের চার ম্যাচের তিনটি হেরে খাদের কিনারায় চলে যায় তারা। তাদের লক্ষ্য বাকি দুই ম্যাচ জিতে যতটা সম্ভব টেবিলে ওপরের দিকে থাকা।
৬ ম্যাচে ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে এখন ২২ নম্বরে আছে লস ব্ল্যাঙ্কোরা। ৩৬ দলের আসরে শীর্ষ আট দল সরাসরি যাবে শেষ ষোলোয়। নবম থেকে ২৪তম স্থানে থাকা দলগুলো দুই লেগের প্লে-অফ খেলবে শেষ ষোলোর বাকি আট দলের মধ্যে জায়গা করে নিতে।