রোববার (৫ জানুয়ারি) পুরো ম্যাচে গোলের জন্য ২৭টি সুযোগ তৈরি করে পিএসজি। এর মধ্যে লক্ষ্যে শট ছিল ৯টি।
তবে বারবার চেষ্টা করেও লক্ষ্যভেদ করতে পারেনি কোনো দল। নির্ধারিত সময়ের পর ৯২ মিনিটে একমাত্র গোলটি করেন উসমান ডেম্বেলে। ফ্যাবিয়ান রুইজের বাড়ানো বলে পা লাগিয়ে দলকে লিড এনে দেন এই ফ্রেঞ্চ ফরওয়ার্ড।
এ নিয়ে শেষ এক যুগে ১১বারের মতো ফ্রেঞ্চ সুপার কাপের চ্যাম্পিয়ন হলো লিগ ওয়ানের সবচেয়ে সফলতম ক্লাব পিএসজি।