ফুটবল
এখন মাঠে
0

বিপিএল ফুটবলে টানা ষষ্ঠ জয় পেলো মোহামেডান

বিপিএল ফুটবলে টানা ষষ্ঠ জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এই জয়ে পয়েন্ট টেবিলে নিজেদের শীর্ষস্থান আরও মজবুত করলো মতিঝিল পাড়ার ক্লাবটি। আজ (শনিবার, ৪ জানুয়ারি) চট্টগ্রাম আবাহনীকে ৫-১ গোলে হারায় মোহামেডান।

যদিও চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ম্যাচের প্রথমার্ধ্বে গোল বঞ্চিত ছিলো আলফাজ আহমেদের দল। তবে, দ্বিতীয়ার্ধ্বের শুরুতেই কউলিদিয়াতির গোলে এগিয়ে যায় মোহামেডান। 

খানিকবাদেই লিড বাড়ান এমানুয়েল সানডে। তারপর জোড়া গোল করেন সৌরভ দেওয়ান। সুমন রেজার ভুলে ম্যাচে একটি আত্মঘাতী গোলও পায় সাদা-কালোরা। আর ম্যাচের অতিরিক্ত সময়ে পেনাল্টির সুবাদে একটি গোল হজম করে মোহামেডান। 

দিনের আরেক ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্সকে ৬-১ গোলে হারায় রহমতগঞ্জ। দলটির হয়ে একাই ৬ গোল করেন বোয়েটেং।

ইএ