ফুটবল
এখন মাঠে
0

ভালেন্সিয়ার মাঠে ২-১ গোলে রিয়ালের জয়

ভালেন্সিয়ার মাঠে শুক্রবার রাতের উত্তেজনা ছড়ানো ম‍্যাচে ২-১ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। ঘটনাবহুল ম‍্যাচ দিয়ে শুরু হলো লা লিগার নতুন বছর।

২৭ মিনিটে খুব কাছ থেকে গেররার শট ফিরিয়ে দেন কোর্তোয়া। ফিরতি বলে সুযোগ কাজে লাগান দুরো। ৫২ মিনিটে ডি বক্সে কিলিয়ান এমবাপে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় রিয়াল। পেনাল্টি মিস করেন বেলিংহাম।

৮৫তম মিনিটে রিয়ালকে সমতায় ফেরান বদলি খেলোয়াড় মদ্রিচ। বেলিংহ‍্যামের দারুণ পাস পেয়ে গোলরক্ষককে পরাস্ত করে জাল খুঁজে নেন ক্রোয়াট মিডফিল্ডার। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে রিয়ালকে ২-১ গোলের জয় উপহার দেন বেলিংহ‍্যাম।

এই জয়ে নতুন বছরে শীর্ষে রিয়াল। ১৯ ম‍্যাচে তাদের পয়েন্ট ৪৩। এক ম‍্যাচ কম খেলা ৪১ পয়েন্ট নিয়ে দুইয়ে অ্যাথলেতিকো মাদ্রিদ।

এএইচ