ফুটবল
এখন মাঠে
0

২০২৪ সালে সবচেয়ে বেশি গোল ভিক্টর ইয়োকেরেসের

২০২৪ সালে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি গোল ভিক্টর ইয়োকেরেসের। ২০২৪ সালে স্পোর্টিং লিসবনের হয়ে সব প্রতিযোগিতা মিলে ৫৬ ম্যাচে গোল করেছেন ৫২টি।

জাতীয় দলে ৭ ম্যাচে গোল করেছেন ১০ গোল। সব মিলিয়ে এবছর ইয়োকেরেসের গোল ৬৩ ম্যাচে ৬২ টি।

এমনকি দ্বিতীয় স্থানে থাকা আর্লিং হ্যালান্ড ও পিছিয়ে আছেন ১৩ গোলে। ক্লাব ও জাতীয় দলের হয়ে হ্যালান্ডের গোলসংখ্যা ৪৯টি।

এক পঞ্জিকাবর্ষে গোল করার দিক থেকে এই শতকে ইয়োকেরেস আছেন চতুর্থ স্থানে।

ইএ