সেলহর্স্ট পার্কের ম্যাচে শুরুটা ছিল নিষ্প্রাণ। ক্রিস্টাল প্যালেস শুরুর দিকে কিছুটা দাপট দেখালেও সেটা লিড নেয়ার জন্য যথেষ্ট ছিলো না। ম্যানচেস্টার সিটি ম্যাচে ফেরার চেষ্টা করেছিলো প্রথমার্ধের শেষদিকে। গোলটাও পেয়ে যায় তারা। ম্যাথিয়াস নুনেজের অ্যাসিস্টে গোল করেন আর্লিং হ্যালান্ড।
আরও পড়ুন:
দ্বিতীয়ার্ধের ৬৯ মিনিটে ম্যাচে নিজেদের দ্বিতীয় গোল পায় সিটি। রায়ান চেরকির মৌসুমের ৬ষ্ঠ অ্যাসিস্টে গোল করেন ফিল ফোডেন। ৮৯ মিনিটে পেনাল্টি থেকে হ্যালান্ড নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করেন। তাতেই ৩-০ গোলের জয় নিশ্চিত করে সিটিজেনরা।





