ক্রিস্টিন ঝড়ে পর্তুগালে ৫ নিহত, লিসবনে ব্যাপক ক্ষয়ক্ষতি

উপকূলীয় এলাকায় বিশ্ববিদ্যালয়ের ছাদ ধসে গাড়ি ক্ষতিগ্রস্ত
উপকূলীয় এলাকায় বিশ্ববিদ্যালয়ের ছাদ ধসে গাড়ি ক্ষতিগ্রস্ত | ছবি: সংগৃহীত
0

শক্তিশালী ঝড় ক্রিস্টিনের আঘাতে পর্তুগালে ৫ জন নিহত হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে ৮ লাখের বেশি বাসিন্দা। দেশটির মধ্য ও উত্তরাঞ্চলে আঘাত হানা ঝড়ে গাছপালা ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ঘরবাড়ি, রাস্তাঘাট ও বিভিন্ন স্থাপনায়।

আরও পড়ুন:

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী লিসবনের উপকণ্ঠে অবস্থিত ভিলা ফ্রাঙ্কা দে জিরা শহরে। ঝড়ে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় দেড়শ কিলোমিটার। ঝড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি ও তুষারপাতে বিপর্যস্ত বাসিন্দারা।

এএম