ফুটবল
এখন মাঠে
0

ম্যানইউকে ৪-৩ গোলে হারিয়ে সেমিতে টটেনহ্যাম

কারাবাউ কাপে ম্যানচেষ্টার ইউনাইটেডকে ৪-৩ গোলে হারিয়ে সেমিফাইনালে টটেনহাম। অপরদিকে কনফারেন্স লিগে শামরক রোভার্সকে ৫-১ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছে চেলসি।

ম্যাচের ১৫ মিনিটে সোলাঙ্কির গোলে এগিয়ে যায় টটেনহাম। ১ গোলের লিড নিয়ে বিরতিতে যায় দুই দল। বিরতির পর ৪৬ মিনিটে ২-০ গোলের লিড নেয় স্পার্সরা।

৫৪ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে লিড ৩-০ করেন সোলাঙ্কি। ৬৩ মিনিটে ব্যবধান ৩-১ করেন জসুয়া। ৭০ মিনিটে রেড ডেভিলদের হয়ে ডিয়ালো গোল করলে জমে উঠে ম্যাচ। স্পার্সদের হয়ে ৮৮ মিনিটে ব্যবধান ৪-২ করেন সন।

অতিরিক্ত সময়ে জনি ইভান্স আরেক গোল দিলেও শেষ পর্যন্ত ৪-৩ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে ম্যান ইউ। এই হারে ইএফএলের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলো রেড ডেভিলরা।

অপরদিকে কনফারেন্স লিগে মার্ক গুইয়ের হ্যাটট্রিক এবং হল ও কুকুরেলার গোলে ৫-১ গোলের বড় জয় পায় চেলসি। শামরকের হয়ে একমাত্র গোল করেন মার্কাস।

এএম