প্রতিপক্ষের মাঠে জয় পেতে অবশ্য ভালোই ঘাম ঝরাতে হয়েছে রিয়ালকে। তবে জয়টা ঠিকই ছিনিয়ে নিয়েছে লস ব্ল্যাঙ্কোসরা। আতালান্তার ঘরের মাঠে ভিনিসিয়াস জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে ও জুড বেলিংহ্যামের গোলে ৩-২ ব্যবধানে জিতেছে কার্লো আনচেলত্তির রিয়াল।
একই সময় হওয়া আরেক ম্যাচে গোল উৎসব করেছে বায়ার্ন মিউনিখ। ইউক্রেনের ক্লাব শাখতার দোনেৎস্কের বিপক্ষে ৫-১ গোলে জিতেছে বাভারিয়ানরা। বায়ার্নের হয়ে জোড়া গোল করেছেন মাইকেল ওলিস। একটি করে গোল করেছেন থমাস মুলার, কন্রাড লাইমের এবং জামাল মুসিয়ালা।
আরেক ম্যাচে জিরোনার মাঠে ১-০ গোলে জিতেছে লিভারপুল। ইউরোপসেরার লিগে এই নিয়ে টানা ছয় ম্যাচ জিতল আর্না স্লটের দল। আর এই জয়ে সবার আগে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করল দলটি।