ফুটবল
এখন মাঠে
0

লা লিগায় ড্র বার্সেলোনার, জিতে ব্যবধান কমালো রিয়াল

স্প্যানিশ লা লিগায় বার্সেলোনা জয়হীন থাকলেও জয়ের ধারায় ফিরেছে রিয়াল মাদ্রিদ। জিরোনাকে ৩-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলে বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমালো রিয়াল মাদ্রিদ।

শুরুতে বিবর্ণ রিয়ালকে দেখলেও পরবর্তীতে দারুণ এক ম্যাচের সাক্ষী হয়েছেন দর্শকরা। জুড বেলিংহাম, কিলিয়ান এমবাপেরা জ্বলে উঠলে চাপে পড়ে প্রতিপক্ষ জিরোনা।

প্রথমার্ধে দলকে এগিয়ে দেন বেলিংহাম। বিরতিতে ১-০ গোলে এগিয়ে থাকা রিয়াল বিরতির পরও করে আক্রমণ। বেলিং হামের পাসে ব্যবধান দ্বিগুণ করেন আর্দা গুলার।

পরে দলের বড় তারকা এমবাপেও কাঁপান প্রতিপক্ষের জাল। ১৬ ম্যাচে ১১ জয়ে ৩৬ পয়েন্টে বার্সেলোনার পরই অবস্থান লিগের বর্তমান চ্যাম্পিয়নদের।

তাতে পরের ম্যাচে জিতলে টেবিলের শীর্ষে উঠার সুযোগ রয়েছে দলটির। এদিকে রিয়াল বেতিসের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে বার্সেলোনা। বার্সার হয়ে দুই গোল করেন লেভান্ডভস্কি এবং ফেরেন টরেস।

ম্যাচের অতিরিক্ত সময়ে বার্সেলোনার ডিফেন্ডারদের বোকা বানিয়ে গোল করলে তাতে পয়েন্ট ভাগাভাগি করতে হয় দুদলকে। প্রতিপক্ষে মাঠে দুইবার এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ড্রয়ে রিয়ালের থেকে দুই পয়েন্টের ব্যবধান আছে হান্সি ফ্লিকের দল।

ইএ