লিগে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সার চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থেকে লিগে চার নম্বরে অবস্থান করা অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে খেলতে নেমেছিলো আনচেলত্তির শিষ্যরা।
তবে প্রতিপক্ষের মাঠ থেকে জয় বঞ্চিত থেকেই ফিরতে হয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের। ফলে বার্সার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে আনার সুযোগটাও হাতছাড়া হয়েছে রিয়ালের।
বিলবাওয়ের মাঠে শুরু থেকেই বল দখলে রাখলেও সুযোগ তৈরিতে পিছিয়ে ছিল রিয়াল। উল্টো আলেসান্দ্রো রেমিরোর গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।
রিয়ালের জার্সিতে একের পর এক হতাশা উপহার দেয়া এমবাপ্পে মিস করেন পেনাল্টি। ছন্দে ফেরা জুড বেলিংহাম ৭৮ মিনিটে গোল করলেও ৮০ মিনিটে গোরকা গুরুজেটা জয় সূচক গোল করে রিয়াল মাদ্রিদের হার নিশ্চিত করেন।