ফুটবল
এখন মাঠে
0

আয়োজন ছাড়া মাঠে গড়ালো বিপিএল ফুটবলের সতেরোতম আসর

দশ দলের অংশগ্রহণে আজ (শুক্রবার, ২৯ নভেম্বর) দুপুরে মাঠে গড়ালো বিপিএল ফুটবলের সতেরোতম আসর। জমজমাট আয়োজন না হলেও, দর্শক টানতে চেষ্টার কমতি রাখছে না বাফুফে। সংস্থাটির সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান বলেন, আর্থিক সংকটে থাকা ক্লাবগুলোর পাশে থাকবেন তারা।

জাঁকজমক আয়োজন ছাড়াই মাঠে গড়াচ্ছে বিপিএল ফুটবল । তবে আয়োজনে চমক না থাকলেও চমক থাকছে দর্শকদের জন্য। দেশের ঘরোয়া ফুটবলে গ্যালারিতে দর্শক টানতে থাকবে র‌্যাফেল ড্রয়ের আয়োজন। খেলাগুলো সরাসরি সম্প্রচারিত হবে টিভিতে।

বাফুফের সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান বলেন, ‘প্রতি ভেন্যুতে যেসব দর্শকরা উপস্থিত থাকবে তাদের জন্য র‍্যাফেল ড্রয়ের মাধ্যমে পুরস্কার থাকবে।’

ঘরোয়া ফুটবলে গতি ফেরাতে শুধু দর্শকরাই নয় পুরস্কারের তালিকায় থাকবেন ক্রীড়া প্রতিবেদক থেকে শুরু করে দেশি-বিদেশি ফুটবলার-গোলকিপারও। পুরস্কার পাবেন সেরা গোলদাতাও।

বাফুফের সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান বলেন, ‘আমরা সেরা ফুটবলারের মতো অন্যান্য ক্যাটাগরিসহ স্পোর্টস রিপোর্টারকেও এবার পুরস্কৃত করব।’

আর্থিক সংকটে থাকা ক্লাবগুলো ছায়া অভিভাবক হিসেবে পাশে পাচ্ছে বাফুফেকে। স্পন্সরের ব্যবস্থা করে দেবার পাশাপাশি নির্বিঘ্নে পুরো টুর্নামেন্টে খেলা চালিয়ে যাবার জন্য যথাসম্ভব সচেষ্ট থাকবে বলে জানিয়েছেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি। এছাড়াও আগামী মৌসুমে সবগুলো ফুটবল টুর্নামেন্ট আয়োজনের প্রত্যয়ও ব্যক্ত করেছেন তিনি।

বাফুফের সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান আরো বলেন,‘আমাদের মূল যে জায়গাটায় সমস্যা হচ্ছে সেটা হচ্ছে আর্থিক সক্ষমতা নিয়ে। অনেক ক্লাবই এবার হয়তো স্পন্সর বা ডোনার জোগাড় করতে পারেনি। কিন্তু আমাদের বিপিএল কমিটির পক্ষ থেকে চেষ্টা থাকবে যাদের একদম খারাপ তাদের জন্য ছোটখাটো ডোনার ব্যবস্থা করে দেয়া। এবার আমরা স্বাধীনতা কাপ ও সুপার কাপ করছি না। আগামী মৌসুমে এবার করা তিনটি টুর্নামেন্টসহ এই দুইটিও আমরা করতে পারি এমন আশা করছি।’

দেশের ঘরোয়া ফুটবলে একসময় গতি ছিল। মাঠে ছিল দর্শক, মৌসুমজুড়ে দর্শক-সমর্থকদের উল্লাস-উন্মাদনায় মুখরিত থাকত ফুটবল অঙ্গন। এবার নানা রকমের চেষ্টায় ফুটবলের সোনালি অতীত ফিরিয়ে আনার চ্যালেঞ্জ বাফুফের।

এএম