আয়োজন ছাড়া মাঠে গড়ালো বিপিএল ফুটবলের সতেরোতম আসর
দশ দলের অংশগ্রহণে আজ (শুক্রবার, ২৯ নভেম্বর) দুপুরে মাঠে গড়ালো বিপিএল ফুটবলের সতেরোতম আসর। জমজমাট আয়োজন না হলেও, দর্শক টানতে চেষ্টার কমতি রাখছে না বাফুফে। সংস্থাটির সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান বলেন, আর্থিক সংকটে থাকা ক্লাবগুলোর পাশে থাকবেন তারা।