ফুটবল
এখন মাঠে
0

উরুগুয়ের বিপক্ষে ১-১ গোলে ড্র ব্রাজিলের

উরুগুয়ের বিপক্ষে ঘরের মাঠে খেলতে নেমে ১-১ গোলে ড্র করেছে দরিভাল জুনিয়রের ব্রাজিল।

১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে গ্রুপের পাঁচ নম্বরে অবস্থান দরিভালের ব্রাজিলের। ৬২ শতাংশ বল দখলে রেখে মোট ১৮ টি শট নেয় ব্রাজিল। 

যার মধ্যে গোলপোস্ট বরাবর মাত্র তিনটি শট নিতে পারে ভিনিসিয়ুসরা। অন্যদিকে উরুগুয়ের আট শটের দুটিই ছিলো লক্ষ্যে। 

দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে ভালভার্দের গোলে এগিয়ে যায় উরুগুয়ের। ৭ মিনিট পরেই বেন্তানকুরের দূরপাল্লার শটে সমতা ফেরায় ব্রাজিল। 

দারুণ হেডে এসিস্ট করেন রাফিনিয়া। এরপর আক্রমণের গতি বাড়ালেও দুর্বল ফিনিশিংয়ের কারণে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় রাফিনিয়া-ভিনিসিয়ুসদের।

ইএ