ফুটবল
এখন মাঠে
0

৪১ ভোটের ব্যবধানে ব্যালন ডি'অর হেরেছেন ভিনিসিয়াস

মাত্র ৪১ ভোটের ব্যবধানে ব্যালন ডি'অর ট্রফি হাতছাড়া করেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার ভিনিসিয়াস জুনিয়র। এবারের বর্ষসেরা পুরস্কারকে ঘিরে নানা আলোচনা-সমালোচনার মুখে প্রায় দুই সপ্তাহ পর ভোট গণনার বিস্তারিত প্রকাশ করেছে ফ্রান্স ফুটবল।

প্রকাশিত তথ্যে দেখা যায়, এবারের ব্যালন ডি'অর প্রতিযোগিতায় মোট এক হাজার একশ উনত্রিশটি ভোট পেয়েছেন ভিনিসিয়াস। অন্যদিকে রদ্রির প্রাপ্ত ভোট সংখ্যা এক হাজার একশ সত্তর।

এদিকে গেল ২৮ অক্টোবর বিজয়ীর নাম ঘোষণার আগেই ব্যালন ডি'অর অনুষ্ঠানকে বর্জন করে ভিনিসিয়াসের ক্লাব রিয়াল মাদ্রিদ। ভিনির বর্ষসেরা না হওয়ার ঘটনা মেনে নেয়নি স্পেনের জায়ান্ট ক্লাবটি।

গত মৌসুমে রিয়ালের হয়ে লা লিগা, চ্যাম্পিয়নস লিগ ও স্প্যানিশ সুপারকাপ জিতেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

চ্যাম্পিয়নস লিগের মৌসুমের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন তিনি। অন্যদিকে, সিটির হয়ে প্রিমিয়ার লিগ, উয়েফা সুপার কাপ, ক্লাব বিশ্বকাপ জয়ের পাশাপাশি স্পেনের হয়ে ইউরো জিতেন রদ্রি।

গোল কিংবা অ্যাসিস্টে ভিনির চেয়ে পিছিয়ে থাকায় রদ্রির জয় নিয়ে প্রশ্ন তোলে ফুটবল বিশ্লেষকরা।

ইএ