ফুটবল
এখন মাঠে
0

সুপার সানডে লিগে আজ মুখোমুখি ম্যান ইউ-চেলসি

সুপার সানডের লিগ ম্যাচে ওল্ড ট্র্যাফোর্ডে চেলসিকে আতিথ্য দিবে ম্যানচেস্টার ইউনাইটেড। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ১০ টায়।

লিগে সময়টা মোটেও ভালো যাচ্ছে না রেড ডেভিলদের। নয় ম্যাচে ৩ জয়ে তাদের ঝুলিতে মাত্র ১১ পয়েন্ট নিয়ে টেবিলে ১৩ তম অবস্থানে। টেন হ্যাগের বিদায়ের পর লিগে প্রথমবার ডাগ আউটে দাঁড়াবেন রুড ফন নিস্টেলরয়।

অন্তর্বর্তীকালীন দায়িত্ব নিয়ে শুরুটা দারুণ করেছেন নিস্টেলরয়। ক্যারাবাও কাপে দলকে নিয়ে গেছেন কোয়ার্টার ফাইনালে। অন্যদিকে কাপ থেকে চেলসির বিদায় ঘণ্টা বেজেছে। যদিও লিগ টেবিলে ব্লুজদের অবস্থান ছয়ে।

সবশেষ দেখায়ও রেড ডেভিলদের জালে ৪ গোল দিয়েছিল তারা। অবশ্য ইউনাইটেডের মাঠ থেকে গেলো ১১ বছরে জয় নিয়ে ফিরতে পারেনি কোল পালমাররা।

এএম