এর আগে সকাল সাড়ে ১০টায় ফুটবলারদের নিয়ে যমুনায় প্রবেশ করে নারী ফুটবলার টিমের বাস।
সংবর্ধনা শেষে সাফজয়ীরা তাদের দাবি-দাওয়া তুলে ধরেন প্রধান উপদেষ্টার কাছে। এ বিষয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, খেলোয়ারদের আবাসন সুবিধা, বেতন কাঠামোসহ সব সমস্যা নিয়ে আলোচনা হয়েছে।
তিনি বলেন, 'নারী ফুটবল দলের সমস্যাগুলো লিখিত আকারে দেয়ার জন্য বলেছেন প্রধান উপদেষ্টা। সব খেলোয়াড় লিখিত আকারে তাদের সমস্যাগুলো দেবেন। আবাসন সুবিধা, বেতন কাঠামোসহ সব সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। সমস্যা সমাধান আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা।'
আসিফ মাহমুদ বলেন, 'আর্থিক অনিয়ম পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। আগে কর্মকর্তারা প্রাধান্য পেয়েছে, এখন খেলোয়াড়রা পাবেন।'
টানা দ্বিতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ট্রফি নিয়ে নেপাল থেকে দেশে ফেরার পর ছাদখোলা বাসে চড়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) পৌঁছায় মেয়েরা।
সাফজয়ী নারীদের সঙ্গে প্রধান উপদেষ্টা ও ক্রীড়া উপদেষ্টা।
সেখানে তারা সিক্ত হন জমকালো সংবর্ধনায়। সেই আয়োজনে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।
গৌরবময় অর্জনের জন্য স্বর্ণকন্যাদের এক কোটি টাকা পুরস্কার ঘোষণা করেন তিনি।
আসিফ মাহমুদ বলেন, 'জাতিকে সুন্দর এই বিজয় উপহার দেয়ার জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে এক কোটি টাকা পুরস্কার দেয়া হবে।'
বুধবার (৩০ অক্টোবর) রাতে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা নিশ্চিত হয় বাংলাদেশের।