এর পর তাদের ছাদখোলা গাড়িতে করে সেখান থেকে বাফুফে ভবনে নিয়ে আসা হয়। সন্ধ্যা পৌনে ৭টার দিকে গাড়িবহর বাফুফেতে পৌঁছায়।
নটরডেম কলেজর সামনে দিয়ে শাপলা চত্বর পার হয়ে বাফুফে ভবনে পৌছান পর পর দু’বারের সাফজয়ী সাবিনা-রুপনারা।
সেখানে আনুষ্ঠানিকভাবে তাদের উষ্ণ অভ্যর্থনায় তাদের বরণ করে নেয়া হয়। এ সময় বাফুফে কর্মকর্তাসহ উপস্থিত জনতা উল্লাস প্রকাশ করে।
এর আগে দুপুর সোয়া ২টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর সেখান থেকে নারী সাফজয়ী দলকে নিয়ে রওনা দেয় ছাদখোলা বাস। বিমানবন্দরে নামার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কোচ বাটলার ও অধিনায়ক সাবিনা খাতুন।
এদিকে আগামী শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সংবর্ধনা জানাবেন বলে জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং।
গতকাল বুধবার (৩০ অক্টোবর) রাতে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা নিশ্চিত হয় বাংলাদেশের।