৬৪ বছর পর স্প্যানিশ খেলোয়াড় হিসেবে ব্যালন জিতলেন রদ্রি

1

দীর্ঘ ৬৪ বছর পর স্প্যানিশ খেলোয়াড় হিসেবে ব্যালন ডি'অর জিতলেন রদ্রি হার্নান্দেজ। ম্যানচেস্টার সিটির প্রথম ফুটবলার হিসেবেও গড়েছেন মাইলফলক।

জমকালো আয়োজনে ব্যালন ডি'অর-২০২৪ অনুষ্ঠানে রদ্রির হাতে ট্রফি তুলে দেন লাইবেরিয়ার সাবেক প্রেসিডেন্ট, এসি মিলান কিংবদন্তি ও ১৯৯৫ ব্যালন ডি'অর জয়ী জর্জ উইয়াহ।

২০০৬ সালে ফাবিও কানাভারোর পর প্রথম ডিফেন্সিভ খেলোয়াড় হিসেবে ব্যালন ডি'অর জিতলেন রদ্রি।

মেয়েদের বিভাগে টানা দ্বিতীয়বার বর্ষসেরা ফুটবলার হয়েছেন বার্সেলোনার আইতানা বোনমাতি। এছাড়াও বর্ষসেরা তরুণ লামিন ইয়ামাল ও সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন এমি মার্তিনেজ। পুরুষ বিভাগে সেরা কোচ কার্লো আনচেলত্তি ও ক্লাবের পুরস্কার পেয়েছে রিয়াল মাদ্রিদ।

যদিও মাদ্রিদের কোনো প্রতিনিধি ছিল না এই অনুষ্ঠানে।

এসএস