ফুটবল
এখন মাঠে
0

ফেরার ম্যাচে মেসির জোড়া গোলে মায়ামির দাপুটে জয়

মেজর লিগ সকারে লিওনেল মেসির ফেরার ম্যাচে ফিলাডেলফিয়াকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে ইন্টার মায়ামি। দলের হয়ে মেসি ২টি ও সুয়ারেজ ১টি গোল করেছেন। ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল হজম করে মেসিরা। টানা বেশ কয়েকটি আক্রমণ করলেও কিছুতেই গোল পাচ্ছিল না মায়ামি।

অবশেষে ম্যাচের ২৬তম মিনিটে লুইস সুয়ারেজের বাড়িয়ে দেওয়া বল থেকে দলকে সমতায় ফেরান আর্জেন্টাইন তারকা মেসি। প্রথম গোলের পর দ্বিতীয় গোল পেতেও সময় লাগেনি ক্লাবটির।

ম্যাচের ৩০তম মিনিটে জর্ডি আলবার পাস থেকে নিজের ও দলের হয়ে দ্বিতীয় গোল করেন মেসি। যোগ করা সময়ে দলকে মেসির অ্যাসিস্টে কফিনে তৃতীয় ও শেষ পেরেক ঠুকে দেন সুয়ারেজ।

এই জয়ে ইস্টার্ন কনফারেন্সে ২৮ ম্যাচে ১৯ জয় ও ৫ ড্রয়ে ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে ফ্লোরিডার ক্লাবটি।

এএইচ