ফুটবল
এখন মাঠে
0

নতুন মৌসুমে দল পাননি ফরাসি ফুটবলার আদ্রিয়ান রাবিয়ট

খেলেছেন নামিদামি ক্লাবে। বাজারদর ৩৫ মিলিয়ন ইউরো। তারপরও নতুন মৌসুমে দল পাননি ফরাসি ফুটবলার আদ্রিয়ান রাবিয়ট। চড়া মার্কেট ভেল্যু নিয়ে ফ্রি এজেন্ট হয়ে আছেন বেশ কয়েকজন ফুটবলার।

বিশ্বের দেশে দেশে শুরু হয়ে গেছে ক্লাব ফুটবলের ২০২৪-২৫ মৌসুম। নতুন সিজনে অনেক তারকা ফুটবলারই নতুন ঠিকানায় খেলছেন বা খেলার অপেক্ষায় আছেন।

এরমধ্যে অন্যতম কিলিয়ান এমবাপ্পে, হুলিয়ান আলভারেজদের মতো নামিদামি ফুটবলার। সবুজ গালিচায় তাদের ফুটবল নৈপুণ্যে মুগ্ধ হয়েই কাড়ি কাড়ি টাকা ব্যয় করেছে ক্লাবগুলো।

পক্ষান্তরে মলিন পারফরম্যান্সের কারণে চুক্তি শেষে অনেকেই নতুন দল না পেয়ে ফ্রি এজেন্ট হয়ে আছেন। অথচ তাদের মধ্যে কারও কারও বাজারদর বেশ চড়া।

উদাহরণ হিসেবে বলা যেতে পারে, ফরাসি ফুটবলার আদ্রিয়ান রাবিয়টের নাম। তার বর্তমান বাজারদর ৩৫ মিলিয়ন ইউরো। এক সময় খেলেছিলেন নিজ দেশের জনপ্রিয় ক্লাব পিএসজির হয়ে। বয়সের দিক দিয়ে ত্রিশের কোটা না পেরুনো এই ফুটবলারকে সবশেষ মৌসুমে ইতালিয়ান ক্লাব য়্যুভেন্টাসের জার্সিতে দেখা গেছে।

পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে না পারায় মৌসুম শুরু হয়ে গেলেও এখন অব্দি কোনো ক্লাবে যোগ দিতে পারেননি এই মিডফিল্ডার। মোটা অঙ্কের বাজারদর নিয়ে নতুন ক্লাব না পাওয়ার নজির খুব একটা নেই বললেই চলে।

রাবিয়টের মতোই হাল হয়েছে স্প্যানিশ ফুটবলার মারিও হারমোসোর। তার বর্তমান বাজার দর ২৫ মিলিয়ন ইউরো। অথচ আতলেটিকোর সঙ্গে চুক্তি শেষে তাকে দলে নিতে আগ্রহ দেখায়নি কোনো ক্লাব। কারণ নিজ দেশের ক্লাবটির হয়ে গেল মৌসুমটা তেমন ভালো কাটেনি হারমোসোর। ২৯ বছর বয়সী ফুটবলার লা-লিগার ক্লাব এসপানিওলের হয়ে পারফর্ম করেই আতলেটিকো রাডারে আসার সুযোগ পেয়েছিলেন।

তাদের মতো অনেক ফুটবলারই নতুন মৌসুমে ফ্রি এজেন্ট হয়ে সময় পার করছেন। এরমধ্যে দশ মিলিয়ন বাজারদরের ফুটবলারদের তালিকায় নাম আন্দ্রে গোমেস, অ্যান্থনি মার্শাল, ডেপায় ও ইয়াজিকির।

tech