ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার কিলিয়ান এমবাপ্পের স্বপ্ন ছিল রিয়াল মাদ্রিদে খেলার। সেই স্বপ্ন আর সত্য এক বিন্দুতে মিলিত হয়েছে। চলতি বছর পাঁচ মৌসুমের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন স্প্যানিশ ক্লাবটির সঙ্গে। ফ্রি এজেন্ট হিসেবে নতুন ঠিকানা খুঁজে পাওয়া এমবাপ্পে এবারের সিজনের সেরা ট্রান্সফার। রিয়ালের কাছ থেকে প্রতিবছর তিনি বেতন বাবদ পাবেন ১৫ মিলিয়ন ইউরো। আর সাইনিং বোনাস হিসেবে তার অ্যাকাউন্টে যাবে ১৫০ মিলিয়ন। মৌসুমের শুরুতেই ফরাসি তারকাকে চূড়ান্ত করেছে স্প্যানিশ জায়ান্টরা।
মৌসুমের শীর্ষ ট্রান্সফারের দিক থেকে এমবাপ্পের পরেই আছেন আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজ। ইংলিশ ক্লাব ম্যানসিটি থেকে তাকে দলে ভিড়িয়েছে আতলেটিকো মাদ্রিদ। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকাকে দলে নিতে স্প্যানিশ ক্লাবটি ট্রান্সফার ফি দিয়েছে ৭৫ মিলিয়ন ইউরো। এবারের মৌসুমের অন্যতম চমক আলভারেজের দলবদল।ৱ
৫০ মিলিয়নেরও বেশি ফি'তে অ্যাস্টন ভিলা ছেড়েছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ডগলাস লুইজ। তার নতুন ঠিকানা য়্যুভেন্টাস। এবারের দলবদলের বাজারে সেরাদের তালিকায় আছেন ২৬ বছর বয়সী লুইজ।
ইংলিশ ফুটবলার সোলানকি চার বছরেরও বেশি সময় ইপিএল ক্লাব বোর্নামাউথকে সার্ভিস দিয়েছেন। এবারের মৌসুমে ক্লাব পাল্টালেও ব্রিটিশ মুল্লুকেই থাকছেন এই স্ট্রাইকার। প্রায় ৬৫ মিলিয়ন খরচ করে তাকে দলে নিয়েছে টটেনহ্যাম।
দুই বছর লিলের হয়ে ধারবাহিক পারফর্ম করেছেন ফরাসি সেন্টার ব্যাক লিনে ইয়োরো। ভালো পারফরম্যান্সের পুরস্কার এবারের মৌসুমে পেলেন উদীয়মান এই ফুটবলার। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড তাকে নিতে ট্রান্সফার ফি দিয়েছে ৬২ মিলিয়ন।
ইয়োরো ছাড়াও ট্রান্সফার ফি বিবেচনায় সেরা দশে আছেন দানি অলমো, এন্ড্রিকদের মতো তারকা ফুটবলার। তাদের মধ্যে ব্যতিক্রম মওসা দিয়াবে। দশজনের তালিকায় একমাত্র ফুটবলার হিসেবে তিনি খেলবেন সৌদি লিগে। বাকিদের সবাই ইউরোপিয়ান ক্লাবের।