ফুটবল
এখন মাঠে
0

ফুটবল বিশ্বে সবচেয়ে দামি ডিফেন্ডার কে

বাজারদরের দিক দিয়ে বিশ্ব ফুটবলের সবচেয়ে দামি ডিফেন্ডার কে? নাম শুনলে অনেকের কাছেই অচেনা মতে হতে পারে। তবে, শীর্ষ দশে আছে রুবেন দিয়াস, রোনাল্ড আরাওহোর মতো তারকা ডিফেন্ডার।

কোনো তর্ক ছাড়াই বলা যায়, ফুটবল বিশ্বে স্ট্রাইকারদের জনপ্রিয়তা সবচেয়ে বেশি। কারণ গোলের খেলা ফুটবলে বেশিরভাগ ফিনিশিং হয় তার পায়ে বা হেডে। যে কারণে বরাবরই স্পটলাইটে থাকেন স্ট্রাইকাররা। আর তাই এই পজিশনে ভালো করা খেলোয়াড়দের বাজার দর বাড়ে লাফিয়ে লাফিয়ে। এক্ষেত্রে ডিফেন্ডারের জন্য তারকা হওয়া কঠিনই বটে।

তবে, রক্ষণভাগে মুন্সিয়ানা দেখিয়েও ফুটবলপ্রেমীদের মণিকোঠায় জায়গা করে নেয়া সম্ভব। ডিফেন্স লাইনে ধারাবাহিক পারফর্ম করলে বাজার দরও বেড়ে যায়। এর বড় উদাহরণ ফ্রান্সের ডিফেন্ডার উইলিয়াম সালিবা। অনেকের কাছেই তিনি অপরিচিত হতে পারেন। তবে, ইংলিশ ক্লাব আর্সেনালে খেলা এই ফুটবলারের বাজার দর ৮০ মিলিয়ন ইউরো, যা ডিফেন্ডারদের মধ্যে সর্বোচ্চ। পারফরম্যান্স ধরে রাখায় সেরাদের তালিকায় শীর্ষে অবস্থান করছেন ২৩ বছর বয়সী এই ডিফেন্ডার।

ডিফেন্ডারদের বাজারদরের দিক দিয়ে দ্বিতীয়তে নাম পর্তুগিজ তারকা রুবেন দিয়াজের। তার বাজারদর সালিবার সমান হলেও আরও কিছু হিসেব নিকেশে নেই শীর্ষ স্থানে। তবে, ইংলিশ ক্লাব ম্যানসিটির নিয়মিত পারফর্মারদের রুবেন। একই ক্লাবের আরেক ফুটবলার জসকো জিভারদিওল আছেন পরের অবস্থানে। তার বর্তমান বাজার দর ৭৫ মিলিয়ন।

তার থেকে ৫ মিলিয়ন কম নিয়ে চার নাম্বারে অবস্থান করছেন উরুগুইয়ান ফুটবলার রোনাল্ড আরাওহো। স্প্যানিশ ক্লাব বার্সেলোনার রক্ষণ দুর্গ সামলাচ্ছেন ২৫ বছর বয়সী ডিফেন্ডার। আরাওহোর মতো ৭০ মিলিয়ন বাজার দর নিয়ে সেরা পাঁচে নাম ব্রাজিলিয়ান ফুটবলার গ্যাব্রিয়েল মাগালহায়েসের। আর সেরা দশে আছেন বাস্তোনি, ট্রেন্ট অরনোল্ড, ক্রিস্টান রোমেরোর মতো ফুটবলাররা। মূলত ক্লাব আর জাতীয় দলের পারফরফম্যান্সের ওপর নির্ভর করে একজন ফুটবলারের বাজার দর।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর