নতুন কোচ আলভারো আরবেলোয়ার দায়িত্ব নেওয়ার প্রথম ম্যাচেই এমন হতাশাজনক পরাজয়। ম্যাচে বলের দখলে আধিপত্য থাকলেও কার্যকর আক্রমণের অভাবে পিছিয়ে পড়ে রিয়াল।
আরও পড়ুন:
শেষ দিকে নাটকীয়ভাবে দু’বার সমতায় ফিরলেও যোগ করা সময়ে জেফতে বেতানকোরের জোড়া গোলে ইতিহাস গড়ে আলবাসেতে।
ম্যাচ শেষে দায় স্বীকার করে আরবেলোয়া বলেন, এ হারের সম্পূর্ণ দায়িত্ব তার। তারকা খেলোয়াড়দের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েই সমালোচনার মুখে পড়েছেন নতুন কোচ।





