শ্বেতশুভ্র সকালে হাসি মুখেই দেশে ফিরলো মেয়েরা। সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি হিসেবে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে তারুণ্য নির্ভর দল নিয়ে ভুটান গিয়েছিলো বাংলাদেশ।
ভুটানে সিরিজ জিতেছে জয়ীতারা। তবে, এবার এক ভিন্ন বাংলাদেশের আবিষ্কার হয়েছে। দুটি ম্যাচেই পিছিয়ে পরে কীভাবে জয়ের গল্প রচনা করতে হয় তা দিখিয়েছে সাবিনার দল।
এ যেন এক নতুন বাংলাদেশ। হারার আগেই না হেরে শেষ মিনিট পর্যন্ত বুক চিতিয়ে লড়াই করা অন্য এক দল।
ফরওয়ার্ড লাইনে সাবিনা সুমাইয়াদের সঙ্গী ছিলেন সাগরিকার মতো সদ্য আন্তর্জাতিক অভিষেক হওয়া স্ট্রাইকার। ২ ম্যাচেই করেছেন ৪ গোল। উচ্ছ্বাসিত ফরওয়ার্ড জানান দিলেন, হারিয়ে যেতে আসেন নি তিনি।
ফরওয়ার্ড সাগরিকা জানান, সিনিয়র টিমে ঢোকার পর ৪টা গোল করতে পেরেছি অনেক ভালো লাগছে। আরো ভালো পারফরম্যান্স করার এবং কঠোর পরামর্শ করার কথা জানালেন তিনি।
ভুটানকে একসময় বলে কয়েই হারাতো বাংলাদেশের মেয়ারা। তবে সময় বদলেছে। ভুটানিজ মেয়েরা চোখে চোখ রেখে লড়াই করেছে। প্রতিপক্ষের জন্য প্রশংসা ঝরলো লাল সবুজের অধিনায়কের কণ্ঠে, একই সাথে সাফকে সামনে রেখে জানালেন আরও ম্যাচ খেলার আকুতি।
অধিনায়ক সাবিনা বলেন,'ভুটান বেশ উন্নতি করেছে। তার কারণ তারা প্র্যাকটিস এবং আন্তর্জাতিক ম্যাচের মধ্যে ছিল।'
নতুন কোচের প্রথম এসাইনমেন্টেই এ প্লাস পেয়েছেন কোচ পিটার বাটলার। মেয়েদের শেখাচ্ছেন আধুনিক প্রেসিং ফুটবল। তার কাছে ফলাফলের সাথে দর্শনীয় খেলাটাও সমান গুরুত্বপূর্ণ। একই সাথে মানছেন ভালো ফলাফলের জন্য বেশি ম্যাচ খেলার বিষয়টি।
কোচ পিটার বাটলার বলেন,'আমি তাদেরকে আক্রমণাত্মক ফুটবল খেলতে বলেছি। কারণ দর্শকরা এমন খেলাই দেখতে চায়। আমাদের দলটা খুব তরুণ। তাদের পর্যাপ্ত ম্যাচ খেলা প্রয়োজন। সাফের আগে অন্তত ২-৩ টি ম্যাচ জরুরি। কারণ ম্যাচ খেলার বিকল্প কিছুই নেই।'
জানা গেছে, সাফ চ্যাম্পিয়নশিপের আগেই নেপালে প্রীতি ম্যাচ আয়োজনের চেষ্টা করছে বাফুফে।