আন্তর্জাতিক ফুটবলে মানের দিক থেকে বিশ্বকাপের পরেই ইউরোর অবস্থান। কিন্তু প্রতিযোগিতার অর্থ পুরস্কার সেই অর্থে বেশি নয়। এবারের আসরের চ্যাম্পিয়ন দল সর্বোচ্চ ২৮.২৫ মিলিয়ন ইউরো পাবে অর্থ পুরস্কার। যা বাংলাদেশি টাকায় প্রায় ৩৬০ কোটি টাকা।
বাংলাদেশের হিসেবে অঙ্কটা অনেক বড় মনে হতে পারে। কিন্তু ইউরোপিয়ান ফুটবলের অর্থের মাপকাঠিতে অঙ্কটা ছোট। বিশেষ করে ক্লাব টুর্নামেন্টের প্রাইজমানির দিকে তাকালে। উয়েফা চ্যাম্পিয়নস লিগের গত মৌসুমের ট্রফি জিতে সর্বোচ্চ ৮৫ মিলিয়ন ইউরো অর্থ পুরস্কার পেয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। বিস্ময়কর হচ্ছে ইউরো চ্যাম্পিয়নশিপের প্রাইজমানি ইউরোপের দ্বিতীয় সারির ক্লাব টুর্নামেন্টের সমান!
ইউরোপা লিগের গত মৌসুমের চ্যাম্পিয়ন আটালান্টা পেয়েছে ২৮.২৫ মিলিয়ন ইউরো। সেখানে এবারের আসরে কেবল স্পেনের পক্ষেই সর্বোচ্চ প্রাইজমানি জেতা সম্ভব। কেননা গ্রুপপর্বের সব ম্যাচই জিতেছে তারা। এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলে স্পেন পাবে ২৮.২৫ মিলিয়ন ইউরো।
ইউরো চ্যাম্পিয়নশিপের এবারের মৌসুমে অংশ নেওয়া ২৪টি দল প্রথম পর্বে খেলার জন্য পেয়েছে ৯.২৫ মিলিয়ন ইউরো। গ্রুপপর্বে প্রতিটি জয়ে মিলেছে বাড়তি এক মিলিয়ন ইউরো বোনাস। ড্র করলে পাঁচ লাখ ইউরো। নক আউট পর্বে উঠা প্রতিটি বাড়তি বোনাস প্রাইজমানি দেড় মিলিয়ন ইউরো।
কোয়ার্টার ফাইনালে উঠা জার্মানি-পর্তুগাল সুইজারল্যান্ড ও তুর্কি ফিরেছে আরও আড়াই মিলিয়ন ইউরো নিয়ে। এছাড়া ফ্রান্স ও নেদারল্যান্ডের ঝুলিতে গেছে আর বাড়তি চার মিলিয়ন ইউরো।
ফাইনাল জিতলে মিলবে আরও আট মিলিয়ন ইউরো। রানার্সআপ দল পাবে পাঁচ মিলিয়ন ইউরো। অর্থাৎ ইংল্যান্ড চ্যাম্পিয়ন হলে এবারের ইউরোর শিরোপাজয়ীরা ইউরোপা চ্যাম্পিয়ন আটালান্টার চেয়েও কম প্রাইজমানি পাবে!